বরিশালে ৭ ফার্মেসিকে জরিমানা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১৭:৪৩

মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ওষুধ রাখা ও বিক্রির দায়ে বরিশালের সাত ফার্মেসিতে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বান্দ রোডের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নিরূপম মজুমদার। এসময় ওষুধ প্রশাসন এবং র‌্যাবের একটি দল অভিযানে সহায়তা করেন।

এসময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ হেফাজতে রেখে বিক্রির দায়ে কাজী মেডিসিনকে ২০ হাজার, আহসান ব্রাদার্সকে ১৫ হাজার, তুহিন মেডিকেল হলকে ১০ হাজার, ঔষুধ বিতানকে ১৫ হাজার, লিমন মেডিকেল হলকে ৪০ হাজার, শামীম মেডিকেল হলকে ২৫ হাজার এবং খান মেডিসিন হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংসও করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী হাকিম নিরূপম মজুমদার।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :