যশোর-বেনাপোল মহাসড়কে বাসচাপায় দুইজনের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১৮:১৮

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

গত সোমবার রাত ১১টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২২) ও বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৪)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসেবে কাজ করত এবং দু’জনই ছোট বয়স থেকে নাভারন কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করত।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বিপুল ও মুরাদ ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফিরছিলেন। পথে নাভারণ কলোনি মোড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে পেছন থেকে বিপুল ও মুরাদ পড়ে গিয়ে বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাভারণ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) টিটো দেবনাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷

তিনি বলেন, ‘ঘটনার ২০ মিনিট পর আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে ।‘

(ঢাকাটাইমস/৬অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :