সিংড়ায় পাঁচ শতাধিক বানভাসিকে মানবিক সহায়তা দিলেন মেয়র

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:২৭ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ০০:২৪

নাটোরের সিংড়ায় বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পাঁচ শতাধিক বানভাসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পৌঁছে দিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার বিকালে আত্রাই নদীর ভাঙন পরিদর্শন শেষে পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, নুডুলস ও সোয়াবিন-এর বিশেষ প্যাকেট বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর লাবু মিয়া, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিংড়া পৌরসভার লোকজন। শহরের শোলাকুড়া এলাকায় নদী ভাঙনে বসতভিটা হারিয়ে প্রায় অর্ধশত পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। তাই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :