বন্যায় কুড়িগ্রামে আমন চাষিদের ব্যাপক ক্ষতি

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২০, ১৩:৪৩

মমিনুল ইসলাাম বাবু, কুড়িগ্রাম

এবারের বন্যায় কুড়িগ্রামে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ধার-দেনা করে করা আমন আবাদের ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষকরা। তারা জানান, এ ক্ষতির কারণে তাদের নিজেদের খাবারতো জুটবেই না, খাদ্যাভাবে পড়বে পোষা গরুগুলোও।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছে, ‘এ অবস্থায় সরকার সহায়তা না করলে আগামী মৌসুমে ফসল ফলানোর আর্থিক সামর্থ্য নেই তাদের।’

তবে কৃষি বিভাগ বলছে, অবশিষ্ট জমিতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আর সহযোগিতা চাওয়া হয়েছে দপ্তরে। কুড়িগ্রামে বন্যার চোটে এবার দিশেহারা কৃষক।

কৃষি বিভাগ জানায়, প্রথম দফায় তেমন ক্ষতি না হলেও তৃতীয় ও দ্বিতীয় দফা বন্যায় কুড়িগ্রামের ১৭ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্থ হয় ১১ হাজার হেক্টর জমির ফসল। ক্ষতি হয় ১ লাখ ৩৪ হাজার কৃষকের প্রায় ১৪০ কোটি টাকা।

এদিকে চতুর্থ ও পঞ্চম দফা বন্যায় ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করতে না পারলেও কৃষি বিভাগ বলছে, ১৯ হাজার ২৩ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে আমনের আবাদ ১৮ হাজার ৮২০ হেক্টর।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/পিএল)