জেএসসি-এসএসসির ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ১৫:০০

জেএসসি ও এসএসসির ভিত্তিতে এবারের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করায় এই দুই পরীক্ষার ভিত্তিতেই এবারের এইচএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার এইচএসসি পরীক্ষা নেয়াটা খুবই কঠিন। বিশ্বের বিভিন্ন দেশে পাবলিক পরীক্ষায় জটিলতা সৃষ্টি হয়েছে। ভারত, আফ্রিকাসহ কয়েকটি দেশে মাঝপথে পরীক্ষা বাতিল বা স্থগিত করতে হয়েছে। এসব দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ করেছি। সে অনুযায়ী ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হবে। তবে কি পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরার্মশের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে।’

অন্যদিকে এইচএসসিতে এসে যেসব শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করেছে তাদের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করেছি।

মন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞদের সমন্বয়ে যে টেকনিক্যাল কমিটি গঠন করা হবে তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। আর এর ভিত্তিতেই ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করবেন।’

বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী বলেন, ‘সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করে তাদের গ্রেড নম্বর দেয়া হবে। তবে কিভাবে তা দেয়া হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৭অক্টোবর/টিএটি/কেআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :