ভোলায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২০, ১৫:০৪

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় আসন্ন সারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা উদযাপনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আর এ সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক মাসুদ আলম।

তিনি বলেন, ‘এবছর করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখেই পূজা উদযাপন করতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, যাতে কেউ প্রতিমা দর্শন করতে এসে অক্রান্ত না হয়। কোনভাবেই ভিড় করা যাবে না। প্রবেশ ও বাহিরের জন্য আলাদা গেইট করতে হবে। পূজায় আইন শৃঙ্খলাবাহিনী দায়িত্ব পালন করবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়ার সভাপতিত্বে সভায় আরো ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস,  অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিটিভি ভোলা প্রতিনিধি আবু তাহের, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় দেসহ বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতা ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

প্রসঙ্গত, এ বছর ২২ অক্টোবর জেলায় ১০৫টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/পিএল)