যশোরে আলামিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২০, ১৫:৩০

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর শহরের খড়কী এলাকার আলামিন হত্যাকার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আলামিনের পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

এসময় নিহতের বাবা-মা ও এলাকাবাসী অভিযোগ করেন, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার কারণে গত ২ এপ্রিল রাতে সন্ত্রাসীরা আলামিনকে কুপিয়ে হত্যা করে৷ পরে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যায় আলামিন। এ ঘটনায় তার পরিবার গত ২ এপ্রিল মামলা করে৷

মামলায় একই এলাকার জামাল, অনু, রনি, মন্টু, পিন্টু, হিরা, বিপুল, পিয়াস, অমিত, মুকুল, সিদ্দিক, টুটুল, ইমনসহ ১৭ জনকে আসামি করা হয়। এর মধ্যে কয়েকজন আসামি জামিন পেয়ে তার পরিবারের প্রতি মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন৷ নিহত আলামিনের পরিবার ওই আসামিদের ভয়ে আতঙ্কে আছে৷ এ বিষয়ে সুষ্ঠ বিচারের দাবিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নিহতের পরিবার।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/পিএল)