আবরার স্মরণে পলাশীতে ‘আট স্তম্ভ’ উদ্বোধন

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ১৬:২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার এক বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। তার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে পলাশীর মোড়ে 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ' উদ্বোধন করেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধন শেষে আখতার হোসেন বলেন, ‘গত বছরের এদিনে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মীদের নির্মমতার শিকার হয়ে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়। আর যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্যাতন-নিপীড়ন না হয় এজন্যই এই স্তম্ভ।’

পলাশীর মোড়ের ছোট দেয়ালের উপর আটটি পিলার ও একটি ফলক দিয়ে নির্মিত হয়েছে স্তম্ভটি। সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতাসহ মোট আটটি শব্দমালা নিয়ে তৈরি হয়েছে এই আট পিলার।

এছাড়া সারাদেশে আজ শহীদ আবরার ফাহাদ স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিকালে শাহবাগে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :