পুতিনের জন্মদিনে উচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইল ছুড়ল রাশিয়া

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২০, ১৬:৩৪

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৮তম জন্মদিনে উচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইল ছুড়েছে রাশিয়া। শব্দের চেয়ে আটগুণ বেশি দ্রুতগতিতে ছুটতে পারে মিসাইলটি।  

বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ বিষয়টি পুতিনকে অবহিত করে বলেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে শ্বেতসাগরের অ্যাডমিরাল গোরশকভ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। যেটি সফলভাবে ব্যারেন্টস সাগরের একটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে।’

চিফ অব জেনারেল স্টাফ জানান, উড্ডয়নকালে এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২৮ কিলোমিটার এবং যাত্রার সময় ছিল সাড়ে চার মিনিট। মিসাইলটি আট গুণ গতিতে ৪৫০ কিলোমিটার অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

ভ্যালেরি জানান, ক্ষেপণাস্ত্রটি গড়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার বা ঘণ্টায় পাঁচ হাজার ৭০০ কিলোমিটার অতিক্রম করেছে।’

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এনএইচএস/জেবি)