মাগুরায় অধ্যাপক হাসান আবদুল কাইয়ুমের রাষ্ট্রীয় সম্মানে দাফন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ২১:০০

মাগুরার শ্রীপুরের দারিয়াপুর দরবার শরিফের গদিনসীন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার জোহর নামাজ শেষে দারিয়াপুর দরবারের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মিঞা শাহাদত হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাতেই মরহুমের মরদেহ গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলা দারিয়াপুর গ্রামে এসে পৌঁছে।

মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়েসহ বহু মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :