গাইবান্ধায় হত্যা মামলায় তিন সহোদরের ফাঁসির আদেশ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৯:৩৮ | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২০, ১৯:৩৬

গাইবান্ধার সুন্দরগঞ্জের জমি নিয়ে বিরোধে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চাচাতো ভাইবোনকে হত্যার ঘটনায় তিন সহোদরের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন। এ সময় সব আসামি উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে সহোদর। তারা উপজেলার পূর্ব

ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম ও শহিদুল ইসলাম ২০১৬ সালে একদিন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়। এ সময় ওই জমিতে আগ থেকে আসামিরা পরিকল্পিতভাবে বিদ্যুতের তার জমিতে ছড়িয়ে রাখে। পরে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তসলিম ও মর্জিনা মারা যান। এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক মামলা করেন।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :