ত্রাণের বস্তা মাথায় নিয়ে বানভাসিদের পাশে সিংড়ার মেয়র

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২০, ২১:৩৭

নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির তোড়ে পৌর এলাকার শোলাকুড়া গ্রামে পাকা সড়ক ভেঙে ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ হাজার লোকের যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়েছে। ভাঙনের ফলে বাড়ি-ঘর হারিয়ে কারো ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে আবার কারো নদীর বাঁধে খোলা আকাশের নিচে। নদীর পানির তোড়ে ভেছে গেছে চলনবিলের কৃষকের স্বপ্নের সোনার ফসল। সব কিছু হারিয়ে মানুষ এখন অসহায়। যোগাযোগ বিছিন্ন হওয়ার কারণে রাস্তায় চলে না কোন গাড়ি। সেই অসহায় আশ্রয়হীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল, ডাল, লবণ, চিনি, তেল এর ১৮ কেজি ওজনের তিনটি বস্তা মাথায় নিয়ে আধা কিলোমিটার হেঁটে গেলেন সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। সঙ্গে থাকা কর্মীদের মাথায় তুলে দিলেন ত্রাণের বস্তা। পরে তিন শতাধিক বানভাসিকে মানবিক সহায়তা পৌঁছে দেন তিনি।

বৃহস্পতিবার বিকলি সাড়ে ৫টায় শহরের মহেশচন্দ্রপুর বন্যাকবলিত এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।

ত্রাণ নিতে আসা শাহিনা বেগম সিংড়ার মেয়রকে মানবিক মেয়র বলে আখ্যায়িত করেন। এসময় পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েলসহ অর্ধ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :