রাজশাহীতে পুলিশের বাধায় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী সমাবেশ পণ্ড

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২০, ১৫:৫২

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে পুলিশের বাধায় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী সমাবেশ পণ্ড হয়েছে। শুক্রবার সকালে শিক্ষার্থীরা মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই সমাবেশ করতে চেয়েছিলেন।

এ উদ্দেশে সকালে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী সাহেববাজার বড় মসজিদের সামতে জড়োও হতে শুরু করেন। তখন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মনসহ পুলিশের একটি দল তাদের বাঁধা দেয়। এসময় পুলিশের বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীরা সমাবেশ না করে ফিরে যান।

প্রসঙ্গত, সারাদেশের মতো ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মঙ্গলবার থেকে রাজশাহীতে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।এসব কর্মসূচিতে জাতীয় আদিবাসী পরিষদ, রক্তবন্ধন, ইয়্যাস, সূর্যকিরণ বাংলাদেশ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন একাত্বতা জানিয়ে অংশ নিচ্ছে। তারা শনিবার ও রবিবার আবারও কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএর)