রূপগঞ্জে ‘একতা ব্লাড ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢয়াকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৬:৪৪ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ১৬:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘একতা ব্লাড ফাউন্ডেশন ও সমাজ কল্যাণ সংস্থ্যা’র দ্বি-বার্ষিক স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইলের মজিবুর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মিলনমেলা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলামিস্ট, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও একতা ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মীর আব্দুল আলীম। আর বিশেষ আলোচক হিসেবে ছিলেন একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসীন ইসলাম।

মজিবুর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানী আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- আল-রাফি হাসপাতালের পরিচালক আব্দুল মতিন ভূইয়া, একতা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম সাদেক, শফিকুর রহমান শফিক, আব্দুল কাদির সুমন, সাইফুল ইসলাম সোহেল, সোহাইল ভুইয়া, হোসেন আলী ভুইয়া, মাহমুদুর রহমান খোকন, ইয়াছিন মিয়া, আরিফুর রহমান সুমন, একতা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সোহেল মিয়া, সহসভাপতি জামান মিয়া, সলিহিন, সাবরিনা মাহমুদ শোভা, সাধারণ সম্পাদক গোলাম শহিদুল, সহসাধারণ সম্পাদক মাহবুব কাজী, রমজান মৃধা প্রমুখ।

প্রসঙ্গত, ‘যথা সময়ে রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ১ জুন একতা ব্লাড ফাউন্ডেশন সংগঠনটির যাত্রা শুরু হয়। এর মাঝে সংগঠনটি রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে। এ পর্যন্ত সংগঠনের সদস্যরা ১৬৭১ ব্যাগ রক্তদান করেছেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :