ম্যাজিস্ট্রেটরাও প্রচারে বাধা দিচ্ছেন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ১৯:০৭
ফাইল ছবি

গত কয়েক দিন প্রচারে সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকরা বাধা দিলেও এবার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করলেন সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার প্রচার চালানোর সময় ঢাকা-৫ আসনের উপনির্বাচনের বিএনপির এই বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে একটা কথা বলতে চাই, যা আমি আগেও অনেকবার বলেছি, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। কিন্তু কমিশনের নিয়োগপ্রাপ্ত কিছু মহিলা ম্যাজিস্ট্রেট একতরফাভাবে আমাকে বাধাগ্রস্ত করছেন। আমি কোথাও গেলে আমাকে ফোন করে বলেন, আপনি মিছিল করতে পারবেন না। অথচ সরকারি দলের প্রার্থী মিছিল মিটিং সবই করছেন। এটা কোন আইনের বলে?'

শুক্রবার যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ পড়তে এসে তিনি এসব কথা বলেন। নামাজের আগে-পরে তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

সাবেক এই সাংসদ বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা নামাজ পড়তে মসজিদে ঢুকতে দেয় না। আজ জুমার নামাজ আদায় করতে মসজিদেও ঢুকতে বাধা তারা। এতেই প্রতীয়মান হচ্ছে তারা আমাকে কীভাবে বাধাগ্রস্ত করছে। একজন ঈমানদার মুসলমান হিসেবে গতকাল জনতাবাগের একটি মসজিদে নামাজ আদায় করার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু সেখানে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে আগেই সবকিছু ব্লক করে দেয়া হয়েছে। যাতে আমি সেখানে নামাজ পড়তে না পারি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আজ শুক্রবার আমি এখানে নামাজ পড়তে এসেছি কাউকে না জানিয়ে। এমনকি আমার দলীয় নেতাকর্মীদেরও জানানো হয়নি। আগাম জানিয়ে এলে আওয়ামী লীগের লোকেরা আমার নামাজে বাধাগ্রস্ত করবে যে কারণে আমি এখানে না জানিয়ে নামাজ পড়তে এসেছি।’

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কিছু ম্যাজিস্ট্রেট তার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি করছেন এমন অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন বিধিতে যে আইন আছে সে আইনে নির্দিষ্ট সময়ে আমি সবধরনের মিটিং মিছিল ও গণসংযোগ করি। কিন্তু গতকাল আমি ৬০নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম সেখানে পুলিশ এসে আমাকে ফোনে একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে ধরিয়ে দিলেন। সেই মহিলা ম্যাজিস্ট্রেটকে আমি নাম জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি তার নাম বললেন না। আমি মিছিল বন্ধ করার কারণ জানতে চাইলেও তিনি আমাকে কোনো কারণ বলেননি।’

বাধার মুখে শেষ পর্যন্ত মাঠে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী বলেন, ‘আমি ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই যে, যত বাধা আসুক আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো ও নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে অবস্থান করবো।’

জুমার নামাজের পরে সালাহউদ্দিন আহমেদ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার যদি কোনো অন্যায় নির্দেশ দেয় তা উপেক্ষা করতে হবে। কোনো ধরনের ভয়ভীতিতে পিছপা হলে চলবে না।’

সালাহউদ্দিন বলেন, ‘আমি আপনাদের সন্তান। অতীতে আপনাদের সেবা করেছি, যতদিন বাঁচব ততদিন আপনাদের সেবায় জীবন উৎসগ করব।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমাকে নানা কৌশলে মিথ্যা মামলা দিয়ে আদালতে ব্যস্ত রাখা হচ্ছে, প্রচারণায় হামলা করা হচ্ছে, প্রচারণায় পুলিশ দিয়ে বাধা দেয়া হচ্ছে। তাই আমি এলাকাবাসীর কাছে যেতে পারছি না।’

এসময় ঢাকা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, যাত্রাবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহসভাপতি আনোয়ার হোসেন সরদার, সহসম্পাদক মাসুম দেওয়ান ও শাহীন আহমেদ শাহীনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :