সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২০, ১৯:১৯

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে কামাল খান ও পিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন, পুকিডর গ্রামের হরমান খান, সাবাজ খান, আবদুল মনাফ, সৈয়দুল্যা, দুলাল মিয়া এবং তানজিদ। এর মধ্যে গুলিবিদ্ধ হরমান খান, সাবাজ খান ও আবদুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পুকিডর গ্রামে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা প্রাচীরসহ বিভিন্ন বিষয় নিয়ে কামাল খান ও পিরোজ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কামাল খানের পক্ষের ছয়জন গুলিবিদ্ধ হন এবং আহত হন উভয়পক্ষের আন্তত ২০ জন।

জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমদ বেগ জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ অবস্থান করছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/পিএল)