নেয়ামত ভূঁইয়া'র কবিতা

কতো যে যুদ্ধ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ২০:৫৯

যুদ্ধ চলছে জীবনে মরণে,

শত্রু স্বজনে, দানে ও হরণে,

বস্ত্রে উদোমে, কর্মে ভাষণে

যুদ্ধ চলছে সেবা ও শাসনে।

যুদ্ধ চলছে বাঘে ও মহিষে,

গরু ও রাখালে, ঘোড়া ও সহিসে

রুগ্নে সবলে, পালিতে পালকে

যুদ্ধ চলছে যাত্রি চালকে।

প্রতিমা প্রগতি মত্ত যুদ্ধে,

যুদ্ধ চলছে ভুল ও শুদ্ধে,

এককে গুচ্ছে, চঞ্চু পুচ্ছে

যুদ্ধ চলছে উচ্চে তুচ্ছে।

যুদ্ধ চলছে পাপে ও পুণ্যে,

নীতি ও প্রীতেতে, গর্ভে শূন্যে,

ভূমিতে আকাশে, গুপ্তে প্রকাশে

যুদ্ধ চলছে সুপ্তে বিকাশে।

যুদ্ধ চলছে স্থূলে ও সরুতে,

তৃণে ও তরুতে, সবুজে মরুতে

পূর্ণে আধায়, ধূলো ও কাদায়

যুদ্ধ চলছে কৃষ্ণ ও সাদায়।

সাপে ও নেউলে, কাঁটা ও গোলাপে,

হর্ষে বিলাপে, যুক্তি প্রলাপে,

হাসি ও কাঁদনে, সাধ্য সাধনে,

যুদ্ধ চলছে মুক্তি বাঁধনে।

যুদ্ধ চলছে শিষ্য-গুরুতে,

বই ও বারুদে, শেষ ও শুরুতে,

হুইস্কি তাড়িতে, বোরখা শাড়িতে,

যুদ্ধ চলছে নরে ও নারীতে।

আনী ও কোটিতে, টাকে ও টিকিতে,

কিনিতে বিকিতে, আধুলি সিকিতে,

শ্রমিকে মালিকে, মনিবে মজুরে,

যুদ্ধ চলছে অধীনে হুজুরে।

যুদ্ধ চলছে প্রজা ও রাজাতে,

তেলে ও পণ্যে, বিধি ও সাজাতে,

রুষ্টে-তুষ্টে, বোমা ও মুষ্টে,

যুদ্ধ চলছে শিষ্টে-দুষ্টে।

যুদ্ধ চলছে শেয়ানে শেয়ানে,

সম ও অসমে দৃশ্যে ধ্যায়ানে,

ক্ষুধা ও খাদ্যে, পুঁজি ও নিঃস্বে,

যুদ্ধ চলছে তপ্ত বিশ্বে।

যুদ্ধ চলছে দীর্ঘ হ্রস্ব,

পুড়ছে বিশ্ব; হচ্ছে ভষ্ম,

যুক্তরাষ্ট্র করছে রঙ্গ

বাহ্ বা দিচ্ছে রাষ্ট্র সংঘ।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :