জাতীয় স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের প্রতিবাদ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২০, ২৩:০৮

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস

গোটা দেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার রাতে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা. আলমগীর হোসেন রাসেলের উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফায়েল নাদেরসহ অর্ধশত নেতাকর্মী।

ডা. আলমগীর হোসেন বলেন, ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণি। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন- তাকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা ধর্ষণ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ যদি আমরা এভাবে করতে থাকি, প্রতিবাদ না করি, তাহলে স্বাধীনতা রইল কোথায়? আমরা আশা রাখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেবেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)