ইমন-সালওয়ার অন্যরকম অভিজ্ঞতা

প্রকাশ | ১০ অক্টোবর ২০২০, ১১:৩৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২০, ১১:৪২

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

গল্প ও কাজের স্বার্থে যে কত জায়গায় যেতে হয় অভিনয়শিল্পীদের তার কোনো ইয়ত্তা নেই।শুটিংয়ের প্রয়োজনেই তাদের ছুটতে হয় দেশ-বিদেশে। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মামুনুন হাসান ইমন এবং নিশাত নাওয়ার সালওয়া গিয়েছেন রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে।

'বীরত্ব' নামের একটি ছবির শুটিং করতেই তারা সেখানে গিয়েছেন। দৌলতদিয়া যৌনপল্লী, দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ ও এর আশপাশের এলাকায় গত ২ অক্টোবর থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন ‘বীরত্ব’ ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা।

ছবিতে রাজু নামের একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ইমন। যে কি না এমবিবিএস পাস করে এসেও উচ্চাভিলাষ বাদ দিয়ে একটি এনজিওর অধীনে চিকিৎসক হিসেবে মফস্বল অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রদান করে। এক পর্যায়ে সে পতিতা পল্লীতেও চিকিৎসা সেবা দেন।  সেখানকার নানান অনিয়ম ও সেখানকার মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান।'

যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের জন্য নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার অভিনয় ক্যারিয়ার সমৃদ্ধ করবে। এই ছবির কাজে আমাকে চিকিৎসা সেবা দিতে যৌনপল্লীর অভ্যন্তরে যেতে হচ্ছে। এখানে এসে বুঝতে পেরেছি মানুষের জীবন কতটা কঠিন। বাইরের জগতের তুলনায় ওদের জগতটা পুরো আলাদা। আমরা যৌনপল্লী বলতেই যৌনতার কথা ভাবি, যৌনপল্লীর ভেতরে যে একটা ভিন্ন জগৎ রয়েছে, সেটা দর্শক দেখতে পাবে আমার চোখ দিয়ে।'

ইমন আরও বলেন, ‘বীরত্বের রাজু চরিত্রের মাধ্যমে নিজের ভাঙার সুযোগ রয়েছে। রাজবাড়ীতে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। সে সব সুন্দর জায়গাতে ছবির শুটিংয়ের জন্য ব্যবহার করছি। সবকিছু মিলিয়ে আশা করছি ভালো কিছু উপহার দিতে পারব।'

ছবিতে নিশাত নাওয়ার সালওয়ার একজন চিকিৎসক। মফস্বল অঞ্চলের মেয়ের চিকিৎসক হয়ে ওঠার গল্প, পরবর্তী সময়ে কালক্রমে ইমনের সঙ্গে পরিচয় হয় সালওয়ার, যে পরিচয়ের পেছনেও আকস্মিক বিস্ময় এসে ধাক্কা দেবে।

ছবিতে ‘দিনাত’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন নিশাত নওয়ার সালওয়া। সালওয়া বলেন, ‘আমার চরিত্রটি অন্য রকম কিছু নয়। একজন চিকিৎসক। যার জীবনের একটি গল্প রয়েছে। যার একটি সংগ্রামমুখর জীবন রয়েছে। এই অমসৃণ জীবনে চিকিৎসক হয়ে ওঠা ও ইমন ভাইয়ের সঙ্গে পরিচয়। যদিও সিনেমায় তিনি আমার নায়ক হয়ে যান। তবে সে গল্পটি মজার। আর পুরো ছবির গল্প দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই। খুব সহজ চরিত্র হলেও এটি আমার কাছে নিরীক্ষণধর্মীই মনে হয়েছে। কেননা আমাকেও মাঝেমধ্যে যৌনপল্লীর ভেতরে যেতে হয়।’

যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা জানিয়ে সালওয়া বলেন, ‘ব্রোথেলের ভেতর কাজ করা একটা বিচিত্র অভিজ্ঞতা। এর ভেতরের প্রতি সেকেন্ডই অনেক কিছু শেখাচ্ছে। যৌনকর্মীর জীবন থেকেও শেখার রয়েছে নানা বিষয়। তাদের জীবনযাত্রা আমাকে বিস্মিত করেছে।’

নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, ‘গল্পের প্রয়োজনে এখানে শুটিং করা। ছবির গল্পের বড় একটা অংশ যৌনপল্লীকে ঘিরে। এখানকার লোকেরা অনেক সাহায্য করছে আমাদের৷ এই জায়গায় প্রতিটি শর্ট নিতে আমাদের পুরো ইউনিটকে অনেক পরিশ্রম করতে হচ্ছে।’

নির্মাতা জানান, ‘মৌলিক গল্পের একটি ছবি ‘বীরত্ব’। গল্পের সাথে মিল রেখে দৃশ্যায়নে নতুনত্ব আনার জন্য সুন্দর সুন্দর লোকেশন ব্যবহার করা হচ্ছে।এরই মধ্যে ছবির আইটেম গানের শুটিং সম্পূর্ণ হয়েছে। দেশের মোট ৭৮টি লোকেশনে ছবির দৃশ্য ধারণ করা হবে। প্রথম লটে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। পরবর্তী সময়ে ঢাকা, বান্দরবান, কক্সবাজার, সিলেট ও শ্রীমঙ্গলে ছবির শুটিং করা হবে। এছাড়া দুবাইতে ছবিটির গানের শুটিং হবে বলে জানান পরিচালক।

বীরত্ব দিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় আসেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। ক্যারিয়ারের প্রথম ছবি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রথম ছবি নির্মাণ করছি, ভালো লাগছে।’ সেই সাথে টেনশন বিরাজ করছে। কিন্তু ভালো কিছু করতে হবে নিজের ভেতর সেই স্পিডটা আছে। আমার প্রযোজক, অভিনয়শিল্পীসহ ছবির ইউনিটের সবাই যথেষ্ট সাহায্য করছে।  আশা করি, ভালোমতো কাজটি শেষ করতে পারব।'

ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুন। গত বুধবার  ছবির ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এছাড়া ছবিটির আইটেম গানে পারফর্ম করেছেন মিষ্টি জান্নাত।  ইমন, সালওয়া, নিপুন ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ইন্তেখাব দিনার, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আহসান হাবিব নাসিম, মনোজ প্রামাণিক, রোমানা স্বর্ণা, হাসান ফেরদৌস জুয়েলসহ মোট ১২৮ জন অভিনয়শিল্পী।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন সাইদুল ইসলাম রানা। বীরত্ব ছবিটি প্রযোজনা করছেন শুক্লা বণিক এবং নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রঞ্জন দত্ত ও তুষার এইচ তুর্য।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এসকেএস