কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ১০ অক্টোবর ২০২০, ১২:০৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২০, ১২:১৬

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি।

নিহত ফরিদ স্থানীয় বাসিন্দা মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু পক্ষের সমর্থক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সকালে রাশিদুল ও শকাতি পক্ষের সমর্থকরা বাদশা এবং রেজা মন্ডলের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। উভয়পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এমআর