গোদাগাড়ীর মাটিকাটা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ

প্রকাশ | ১০ অক্টোবর ২০২০, ১২:৫৬

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এ কার‌্যক্রম চলবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের শহিদুল করিম শিবলী নৌকা এবং বিএনপির মনিরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ ইউনিয়ন পরিষদে মোট ভোটকেন্দ্র রয়েছে ১০টি। মোট ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৯২ জন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৮৫ এবং নারী ভোটার ১৭ হাজার ২০৭ জন।

প্রসঙ্গত, মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আযম তৌহিদের মৃত্যু হলে পদটি শূন্য হয়। এর আগে ২৯ মার্চ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনাকালীন বিশেষ পরিস্থিতির কারণে গত ২৩ মার্চ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন স্থগিত করা হয়।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)