বেনাপোল পৌরসভা নির্বাচনের দাবিতে ২১ সংগঠনের মতবিনিময়

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৭:৪৯

সীমানা নির্ধারণ নিয়ে ১২টি মামলা থাকায় গত দশ বছর ধরে বেনাপোল পৌরসভার নির্বাচন হচ্ছে না। ‘পৌরবাসী’ নামে একটি সংগঠনের ব্যানারে এ পৌরসভার নির্বাচনের দাবিতে শনিবার দুপুরে একটি মতবিনিময় সভা করেছে।

স্থানীয় সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ২১টি সংগঠন অংশ নেন।

সভায় আগামী সপ্তাহে নির্বাচনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহ আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক মহসিন মিলন, বকুল মাহবুব, আ: রহিম, কামাল হোসেন ও মনিরুল ইসলাম মনি, যশোর জেলা পরিষদের সদস্য অহেদুজ্জামান অহিদ, বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, ৪ নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বন্দর হ্যান্ডলিং ইউনিয়নের সভাপতি রাজু মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহীন, প্রাইভেটকার সমিতির সভাপতি মতিয়ার রহমান, আকবর হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :