মহেশপুরে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৮:২৮

ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে উত্তাল সারা দেশ। ঝিনাইদহের মহেশপুরেও ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে গ্রামবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলেমাঠ বাজারে শতাধিক মানুষের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড কার্যকর করার দাবি তুলে ধরেন। ব্যানার ফেস্টুনের মাধ্যমে সারাদেশে নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন, বিচারহীনতার সংস্কৃতি, দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়।

আয়োজক সংগঠনগুলো হলো, বাথানগাছির বিদ্যাকানন গণগ্রন্থাগার, কালুহুদার মাতৃভাষা গণগ্রন্থাগার, শংকরহুদা পাবলিক লাইব্রেরি, বাথানগাছির আলোর দিশারী গণগ্রন্থাগার, বন্ধন স্বেচ্ছাসেবক সংগঠন, মান্দারবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/টিএটি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :