ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে ডিআইজি‘র মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৯:৪০

দুর্গাপূজা উদযাপন পরিষদের সঙ্গে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্স কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এ মতবিনিময় সভা হয়।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত এ সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৭৪৭টি, নেত্রকোণায় ৫০০টি, জামালপুরে ২০৬টি ও শেরপুরে ১৬২৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘সকল কিছুর উর্ধ্বে হলো মানুষের জীবন। করোনাভাইরাস প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে সকলকেই কাজ করতে হবে। করোনাভাইরাসের কোন প্রতিষেধক টিকা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কাজেই সকলকেই স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান জানাই।’

সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আক্কাস উদ্দিন ভুঁইয়া, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার বাছির উদ্দিন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, শেরপুর জেলা পুলিশ সুপার আশরাফুল আমিন, জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, বিভাগীয় জেলার পূজা উদযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, নারী শক্তি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে ডিআইজি হারুন অর রশিদ ‘৯৯৯’ এ কল করুন সংক্রান্ত বিষয়ে ভ্রাম্যমাণ একটি প্রচারনামূলক গাড়ির শুভ উদ্ধোধন করেন। এসময় ধর্ষণ, ইভটিজিং ও অন্যান্য নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাসহ যেকোন পুলিশি প্রয়োজনে ২৪ ঘন্টা ৯৯৯-এ অথবা জেলা পুলিশ কন্ট্রোল রুম নং ০১৩২০-১০৪০৯৮ বা নিকটস্থ থানায় যোগাযোগ করারও আহ্বান জানান তিনি। এ ব্যাপারে বেশি বেশি প্রচারের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতার কথাও বলেন তিনি।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :