দারুণ লাগছে: করোনা আক্রান্তের পর প্রথম বক্তৃতায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ০৯:৫২

করোনায় আক্রান্ত হওয়ার নয় দিন পর নির্বাচনী প্রচারে বক্তৃতা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতায় ট্রাম্প বলেন, 'আমার দারুন লাগছে'। ট্রাম্প করোনাভাইরাস মুক্ত হয়েছেন কি না সে বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউস। তবে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্পের কাছ থেকে এখন করোনা ছড়ানোর সম্ভাবনা নেই। খবর বিবিসির।

শনিবার সমর্থকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি খুব ভালো আছি। বেরিয়ে আসুন ভোট দিন এবং আমি আপনাদের ভালোবাসি।'

শনিবার বিকেলে হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের সামনে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন তিনি।

ট্রাম্পের বলেন, বিতর্ক বাদ দিয়ে তিনি তার সমর্থকদের সঙ্গে র‍্যালি করতে পছন্দ করেন। আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এদিকে সব ধরনের জনমত সমীক্ষায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন তার থেকে এগিয়ে রয়েছেন।

এর আগে ট্রাম্পের করোনার কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় বিতর্ক বাতিল হয়। ভার্চুয়াল বিতর্কের প্রস্তাব দিলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন ট্রাম্প। তিনি সরাসরি বিতর্কে অংশ নিতে চেয়েছিলেন।

সম্প্রতি করোনা আক্রান্তের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প নিজেই। তারপরই সামরিক হাসপাতালে চারদিন চিকিৎসা নিয়েছে হোয়াইট হাউসে ফেরেন। তবে তার করোনা নেগেটিভ এসেছে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হোয়াইট হাউস।

তবে এক বিবৃতিতে হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি জানিয়েছেন, ট্রাম্পের করোনা টেস্টে দেখা গেছে, তিনি এখন আর অন্যদের জন্য ঝুঁকির কারণ নন। পরীক্ষার ফলাফল বলছে, মার্কিন প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

কনলির এ বিবৃতির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। এমনকি, ট্রাম্পের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে কি না সেটাও নিশ্চিত করেনি কেউ।

এদিন ব্যালকনিতে আসার সময় মাস্ক পরা থাকলেও সেখানে গিয়েই সেটি খুলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে সমবেত কয়েকশ’ সমর্থকের মুখে মাস্ক থাকলেও সেখানে সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না।

করোনা হওয়ার পর থেকেই একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেও তা গোপন করতে চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে।

ঢাকা টাইমস/১১অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :