ফ্রান্সে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫

প্রকাশ | ১১ অক্টোবর ২০২০, ১২:৫৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২০, ১৩:২৯

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে মুখোমুখি দুটি বিমানের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। মাইক্রোলাইট বিমানের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার বিকেল সাড়ে চারটায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে তথ্য জানিয়ে সরকারি মুখপাত্র নাদিয়া সেঘইর বলেন, মাইক্রোলাইট বিমানে দুইজন যাত্রী যাচ্ছিলেন৷ এসময় যাত্রীবাহী ডিএ-৪০ যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয়। ওই বিমানটিতে ছিলেন তিনজন। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, মাইক্রোলাইট বিমানটি একটি বাড়ির কাছে এবং অন্য যাত্রীবাহী বিমানটি আবাসিক অঞ্চল থেকে অনেকটা দূরে গিয়ে পড়ে। এসময় দমকলকর্মীরা বিমান দুটির আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, তারা এই দুর্ঘটনার তদন্ত করছে। তথ্য মতে, পয়টিয়ার্স শহর থেকে ওড়ার পরে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। লোশে থেকে ৬২ মাইল দূরে এই বিমান দুর্ঘটনা ঘটে।

ঢাকা টাইমস/১১অক্টোবর/একে