তাড়াশে গ্রামবাসীর চাঁদায় রাস্তা সংস্কার

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
| আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৫:৪৮ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ১৫:৪০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানী গ্রামের চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। এ জন্য গ্রামবাসী নিজেরাই চাদাঁ তুলে রাস্তাটি সংস্কার শুরু করেছেন।

রবিবার সরেজমিনে দেখা গেছে, গ্রামের ৫০-৬০ জন মানুষ দেড় কিলোমিটার রাস্তা সংস্কারে কাজ করছেন।

স্থানীয়রা জানান, তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি থেকে মাদারজানী গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলার কারণে কাদা নদর্মাযুক্ত হয়ে পড়ে ছিল। যাতায়াতে অনুপযোগী হয়ে পড়লেও কোনো নেতা বা জনপ্রতিনিধি খোঁজ নেন না। তাদের কাছে গ্রামবাসী গিয়ে বারবার ধরনা দিয়েও রাস্তাটি সংস্কার হয়নি। তাই গ্রামবাসী মিলে বাড়িপ্রতি চাঁদা তুলে রাস্তাটি ইটের রাবিশ ও মাটি দিয়ে সংস্কার করছে।

মাদারজানী গ্রামের বাসিন্দা লেবু সরকার ও আবুল বাসার সরকার বলেন, ‘এই রাস্তা দিয়ে হাজারো লোকজন উপজেলা সদরে চলাচল করেন। রাস্তাটির বেহাল দশায় স্কুল-কলেজের ছেলেমেয়েদের কষ্টের সীমা থাকে না। এর জন্য নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করছি।’

সংস্কার কাজের উদ্যোক্তা আব্দুস সালাম বলেন, ‘বিভিন্ন জনপ্রতিনিধিসহ সবার কাছে অনেকবার রাস্তাটা সংস্কারের দাবি জানানো হয়েছে। কেউ উদ্যোগ নেননি। তাই আমরাই উদ্যোগটা নিয়েছি। গ্রামের ধনী-গরিব সবাই সাধ্যমতো চাঁদা দিয়েছে।’

তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাড়াশ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী বাবুল মিয়া বলেন, ‘আমার জানা নেই। কেউ কখনো বলেনি রাস্তার বিষয়ে। খোঁজ নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :