করোনামুক্ত হলেন নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ১৯:০৬
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রায় দশ দিন পর ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। রবিবার পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন তিনি।

জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব ঢাকা টাইমসকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে নানক তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। আমি আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।‘

‘আমার করোনা পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলামের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরও কিছু দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে।‘

নিজের ও নিজের পরিবারের জন্য দোয়া চেয়ে নানক লিখেছেন, ‘আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই, আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।‘

এর আগে গত ২ অক্টোবর রাতে জাহাঙ্গীর কবির নানকের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :