ফরিদপুরের বরকত-রুবেলের অস্ত্র মামলায় বিচার শুরু

প্রকাশ | ১১ অক্টোবর ২০২০, ১৯:১০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাদের এই অস্ত্র মামলার বিচারকাজ শুরু হলো।
রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়ার আদালতে অস্ত্র আইনে করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য আসামিদের হাজির করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে করা দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য তাদেরক আদালতে হাজির করা হয়। এর মধ্যে ১৩/২০ নম্বর মামলার আসামি হলেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। এছাড়া ১৪/২০ নম্বর আরো একটি মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান রুবেল ও তার সহযোগী রেজাউল করিম বিপুল।
তিনি আরো জানান, নিয়ম অনুযায়ী আসামিদের অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চাওয়া হয়- তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আদালত মামলার সাক্ষ্য শুনানির জন্য ১৩/২০ নম্বর মামলায় ২৭ অক্টোবর ও ১৪/২০ নম্বর মামলায় ২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করে।
মামলার আসামি পক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, আমরা এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়।  
প্রসঙ্গত, গত ৭ জুন রাতে শহরের বদরপুর থেকে নয়জন সহযোগীসহ গ্রেপ্তার করা হয় সাজ্জাদ হোসেন বরকত ও রুবেলকে।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম/এলএ)