টঙ্গীবাড়ীতে বাল্যবিয়ের অপরাধে বরের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৪৬ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ২২:৪৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৪ বছরের এক মেয়েকে বাল্যবিয়ের অপরাধে ৪৫ বছর বয়স্ক বর দিদারুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলার কামারখাড়ার অভিযান চালিয়ে প্রথমে আটক ও পরে তাকে অভিযুক্ত বরকে সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার হাসিনা আক্তার।

দণ্ডপ্রাপ্ত দিদারুল উপজেলার কামারখাড়া এলাকার আ. কাদির বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, এটি দিদারুলে ২য় বিবাহ, ১ম স্ত্রীকে রেখেই ওই অপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে সে। উপজেলার মিতারা গ্রামের ইয়াসিন হুজুর নিয়ম নীতির তোয়াক্কা না করে গত বুধবার রেজিস্ট্রেশন ছাড়াই সরাহ কাবিনের মাধ্যমে এ বিয়ে পড়ান।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি বিয়ের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জড়িত কাজীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খুঁজে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাল্যবিয়ে নিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জানান ।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :