ফখরুলের বাসায় ডিম-ঢিল, ১৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৯:৫২

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে ডিম-ঢিল মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহত্তর উত্তরার একাধিক থানার ১৩ নেতাকে বহিষ্কার করেছে দলটি। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

সোমবার ঢাকা উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলার কথা বলা হলেও মূলত মহাসচিবের বাসায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই বহিষ্কারের ঘটনা ঘটেছে। যাদের বহিষ্কার করা হয়েছে তারা দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয়। অনেকে ওই আসনে মনোনয়ন বঞ্চিত কফিল উদ্দিনের ঘনিষ্ঠ।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্র ৫ (গ) ধারা অনুযায়ী দলের ১৩ নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা উত্তর বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন দেওয়ান, আহমজাদ হোসেন, দক্ষিণখান থানা বিএনপির (৫০ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম সম্পাদক এম এ হান্নান মিলন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল কাদের স্বপন, শ্রমবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও সদস্য নূর মোহাম্মদ।

গত শনিবার দুপুরে বিএনপি মহাসচিবের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেন ঢাকা-১৮ আসনের মনোনয়ন বঞ্চিতদের কর্মী-সমর্থকেরা। পরে বিক্ষুব্ধরা তার বাসায় ডিম ও ঢিল ছুড়ে মারে। এই ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। সরকারের মদদে এই হামলা হয়েছে বলে দাবি করা হয়।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :