এক ইলিশ পাঁচ হাজার টাকা!

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৪:০৬ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৩:২৩

জাল টানতেই অন্য মাছের সঙ্গে উঠে এলো প্রায় তিন কেজি ওজনের ঢাউস এক ইলিশ। জেলেদের জন্য এটা ছিল অবাক হওয়ার মতো বিষয়। কারণ এর আগে কখনো তারা এত বড় ইলিশ পাননি।

ওই মাছটি মঙ্গলবার সকালে বাগেরহাটের প্রধান মৎস্য আড়ত কেবি বাজারে পাঁচ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

জেলেরা বলেন, এ বছর প্রথম থেকেই ইলিশের সাইজ মোটামুটি ভালো ছিল। এক কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ আমরা সচরাচর পেয়েছি। কিন্তু দুই কেজির বেশি ওজনের মাছ খুবই কম পাওয়া যায়। মঙ্গলবার দুই কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ আমাদের জালে ধরা পড়েছে। এত বড় মাছ আগে কখনো পাইনি।

এদিকে মাছের ক্রেতা বাগেরহাট শহরের বাসিন্দা শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু বলেন, কেবি বাজারে প্রায়ই আসি। মাঝেমধ্যে ইলিশ মাছ কিনি। আজ বাজারে গিয়ে দেখি একটি মাছের জন্য অনেকে ভিড় করছে। কাছে গিয়ে দেখি অনেক বড় একটি ইলিশ। অনেকেই দাম বলেছে, আমি শেষ পর্যন্ত পাঁচ হাজার ৩০০ টাকায় কিনেছি। পরে মেপে দেখি মাছের ওজন দুই কেজি ৯০০ গ্রাম।

গত ২০ বছরের মধ্যে এত বড় মাছ আর দেখেননি বলে জানালেন রেজাউর রহমান মন্টু।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :