সুপারস্টার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৪:৪৫

লেখালেখির মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলে শাম্মী তুলতুল পেয়েছেন সামাজিক সংগঠন ‘উদ্ভাসিত মুখ’-এর আয়োজনে ‘সুপারস্টার অ্যাওয়ার্ড’ পুরস্কার। আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘উদ্ভাসিত মুখ’ ৮ অক্টোবর এ পুরস্কারের ঘোষণা দেয়৷

শাম্মী তুলতুল ছাড়াও আরও যারা মনোনীত হয়েছেন তারা হলেন- কবি এসডি সুব্রত (সাহিত্য) ও কবি অজয় রায় (সাহিত্য)৷

‘উদ্ভাসিত মুখ’ কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। উল্লেখ্য, সুনামগঞ্জের হাওর এলাকার সামাজিক সংগঠন উদ্ভাস প্রতি বছর এই পুরস্কার ঘোষণা করে আসছে৷

সুপারস্টার অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে লেখক শাম্মী তুলতুল বলেন, ‘কোনোদিন কোনো পুরস্কারের আশা করে নিজের কাজ করিনি। ছোট থেকে পারিবারিকভাবে দেশের প্রতি একটা মায়া কাজ করতো। সেই থেকেই নিজের ইচ্ছায় কলম ধরেছি। কিন্তু সব সময় শুনে এসেছি পুরস্কারে দুর্নীতি হয়, তাই এসব বিষয়ে আগ্রহ ছিল না। কিন্তু যখন হঠাৎ এসব ঘোষণা আমার জন্য শুনি তখন ভাবি সমাজে এখনো অনেক ভালো মানুষ আছেন। যারা কাজের মূল্যায়ন করেন। তার প্রমাণ পাচ্ছি।

একই মাসেই দুটি সম্মাননা পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। জানার পর খুশিতে কান্না এসেছে। এর আগে পেয়েছি স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদীর শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সম্মাননা। আমার মাকে খুব মনে পড়ে সব সময়। আমার মা থাকেন ওই আকাশে। বলতে ইচ্ছে করে দেখ, ‘তোমার ফাঁকিবাজ মেয়েটির কাজের মূল্যায়ন কোথায় কোথায় ছড়িয়ে যাচ্ছে।’

লেখক আরও বলেন, আমি আমার দেশকে ভালোবাসি ভীষণ। দেশ ও দেশীয় ঐতিহ্য সব সময় নিজ লেখনির মাধ্যমে তুলে ধরি। তাই যেই প্রান্ত থেকেই আমাকে মূল্যায়ন করা হয় আমি অত্যন্ত খুশি আর গর্ব করি। ভাবি আমার দেশের যেকোনো মানুষ আমাকে কত ভালোবাসেন। সামনে সাহিত্যের হাত ধরে আমি পুরো দেশের আনাচে-কানাচে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমার পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে চাই। ছড়িয়ে যেতে চাই কলম শক্তি দিয়ে পথে প্রান্তরে সবার হৃদয়ে।

উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলার (ভারত-বাংলাদেশ) প্রথম সারির জনপ্রিয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। তার এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :