নারীর নিরাপত্তাসহ ১২ দাবিতে ‘শেকল ভাঙার পদযাত্রা’

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২০, ১৬:৩১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২০, ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একের পর এক ধর্ষণ-নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় নারীর নিরাপত্তাসহ ১২টি দাবিতে পদযাত্রা করবে একদল শিক্ষার্থী।

‘শেকল ভাঙার পদযাত্রা’ শীর্ষক ব্যানারে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে রাজধানীর শাহবাগ থেকে শুরু হওয়া এই কর্মসূচি ভোররাত চারটার দিকে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

এই কর্মসূচির আয়োজকদের একজন ফারিহা জান্নাত মিম জানান, নারী পুরুষের সমানাধিকার এদেশে কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। দেশের প্রতিটি জেলায় নিত্যদিন ধর্ষণ, নির্যাতন, যৌন হয়রানি এবং নিপীড়নের ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে জনসচেতনা তৈরিতে এই পদযাত্রার আয়োজন।

ফারিহা বলেন, ‘একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে নারীদের স্বাধীনভাবে চলাফেরা করার যে অধিকার তার কার্যকরী প্রয়োগ আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই না। নাগরিক হিসেবে নারীদের নিরাপত্তা যেন রাষ্ট্র নিশ্চিত করে সেজন্যই এই পদযাত্রা।’

ধর্ম-বর্ণ-পেশা-রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নারীরা এতে অংশ নেবেন বলে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/বিইউ)