রাতে বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৬:৫৬

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের পরেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে। কারণ একটা নয়, একাধিক। বিশ্বকাপ বাছাইয়ে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত দুইটায় প্রতিবেশী দেশ বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলিভিয়ার মাঠে। আর এই বিষয়টিই আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বলিভিয়ার বিরুদ্ধে লিওনেল মেসিদের খেলতে হবে লাপাজে, পৃথিবীর উচ্চতম স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩৬০০ মিটার অর্থাৎ ১১ হাজার ৮১১ ফুট! শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য বলিভিয়া ছাড়া বিশ্বের সব দলের ফুটবলারদের কাছেই আতঙ্ক লাপাজের এই স্টেডিয়াম। যদিও উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে মেসিরা রবিবারই পৌঁছে গিয়েছেন বলিভিয়ায়।

এছাড়া আর্জেন্টিনার অন্যতম তারকা সার্জিও আগুয়েরো চোটের কারণে এই ম্যাচে নেই। ছিটকে গেছেন আরেক তারকা পাওলো দিবালা।

অন্যদিকে, বলিভিয়া এর আগের ম্যাচে ব্রাজিলের কাছে ৫-০ গোলে হেরেছে। এ কারণে তারাও জয়ের জন্য মরিয়া থাকবে।

মেসিদের বিরুদ্ধে দ্বৈরথের আগে বলিভিয়ার কোচ সিজার ফারিয়াস রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমাদের খেলাকে ওরা কুৎসিত বলতেই পারে। তা নিয়ে আমরা একেবারেই ভাবিত নই। এই উচ্চতায় আমাদের প্রধান লক্ষ্য ওদের গ্রাস করা।’

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :