সৈয়দপুরে নারী মাদক কারবারির সাজা

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২০, ১৭:০১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর সৈয়দপুরে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

সাজাপ্রাপ্ত বিলকিছ বেগম(২৮) পার্বতীপুর মোড় এলাকার বাসিন্দা ওলিউল ইসলামের স্ত্রী। মঙ্গলবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদের সহযোগিতায় অন্যান্য সদস্য এবং সৈয়দপুর থানা পুলিশ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় নিয়ামতপুর বাসস্ট্যান্ডের কাছে পার্বতীপুর মোড় এলাকায় বাসার ভিতর থেকে মাদক কারবারি ওই নারীকে ৪০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আটক আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেএম)