‘শহরের সুযোগ-সুবিধা গ্রামে নিশ্চিতকরণে কাজ করছেন প্রধানমন্ত্রী’

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৭:৫০

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে নিশ্চিতকরণের জন্য কাজ করছেন। শহরের সাথে সাথে গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব বলেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালি দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন অনুষ্ঠানও শুরু হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি আরও বলেন, ‘প্রাকৃতিক এবং মানব সৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভাল মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরন করতে হবে ‘

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভাল পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভাল হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার ওপর।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :