বাউফলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বাউফল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ২০:০৭

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাপের কামড়ে রেক্সনা বেগম(৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেক্সনা ওই গ্রামের হোসেন মোল্লার স্ত্রী। হোসেন মোল্লা পেশায় রিকশাচালক। তাদের তিন ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রেক্সনা নিজ বসতঘরে হাঁটার সময় ছোট একটি গর্তে পা দেবে যায়। এ সময় রেক্সনা চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে এসে দেখেন রেক্সনা অজ্ঞান হয়ে পড়ে আছেন।

স্থানীয়ভাবে বিভিন্ন চিকিৎসা দিতে গিয়ে রেক্সনার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী হোসেন মোল্লার ধারনা মাটির ওই গর্তে হয়ত সাপের অবস্থান ছিল। সাপ আঘাত পেয়ে রেক্সনাকে কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এসএম সায়েম বলেন, বিষধর কোনো সাপের কামড়ে রেক্সনার শরীরে বিষক্রিয়া সৃষ্টি হওয়ায় তার মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :