মাদারীপুরে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৫:৪৩ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৪:৩০

মাদারীপুরে কুমার নদের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মানবন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়ায় এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা এই এলাকার ভাঙন রোধের জন্য দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

বক্তারা জানান, পানি দ্রুত হারে কমতে থাকায় চরমগুগরিয়া নতুন ব্রিজ থেকে কুমার নদের পূর্ব গাছবাড়িয়ার নদটির মোড় পর্যন্ত নদীভাঙন মারাত্মক আকার ধারণ করছে। প্রতি মুহূর্তেই নদী ভাঙছে। হুমকির ভেতরে রয়েছে গ্রামের প্রধান সড়কটিও। দ্রুত নদী শাসন বাঁধ নির্মাণ না করা হলে সড়ক যোগাযোগ বন্ধের পাশাপাশি অনেক বাড়িঘরও নদী ভাঙনে হারিয়ে যাবে।

মানববন্ধনে বক্তব্য দেন কামাল হোসেন, শহীদ বেপারী, হাবিব মাতব্বর, ফারুক হোসেনসহ অন্যরা।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :