আন্তর্জাতিক পুরস্কার পেল ‘জলঘড়ি’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৬:১৫

করোনা পরিস্থিতিতে বিনোদন ইন্ডাস্ট্রি অনেকদিন থমকে থাকার পর আস্তে আস্তে কাজে ফিরছেন শিল্পী-কলাকুশলীরা। এরই মধ্যে শুটিং, ডাবিংয়ে অংশ নিচ্ছেন অনেকে। ঢাকাই চলচ্চিত্রের দিন ফেরানোর আশা নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন চলচ্চিত্রপ্রেমীরা। দর্শকরাও অপেক্ষা করছে মানসম্মত এবং আলোচিত অনেক ছবি নিয়ে। আগামী ১৬ অক্টোবর খুলছে প্রেক্ষাগৃহ। এরই মাঝে আমাদের ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে নতুন আশা জাগায় কিছু প্রাপ্তি।

কিছুদিন আগে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক একটি উৎসবে গুরুত্বপূর্ণ একটি পুরস্কার লাভ করে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত ‘শনিবার বিকেল’। এবার ভারতের ‘ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসব- ২০২০’ এ অ্যাকশন থ্রিলার ক্যাটাগরিতে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের দেশের স্বাধীন চলচ্চিত্র ‘জলঘড়ি’ (স্টোরি নেভার ডাইজ)। আসাদ জামানের পরিচালনায় ‘জলঘড়ি’ ছবিটি এখনো এদেশে মুক্তি দেয়া হয়নি।

উল্লেখ্য, বিশ্বের ৪০টি দেশের প্রায় হাজার খানেকের বেশি ছবি বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে এই অনলাইন আয়োজন করতে বাধ্য হয় ঝাড়খণ্ড ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। ১১ অক্টোবর রাত ৯টায় অললাইন অ্যাওয়ার্ড উৎসবের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এর আগেও ‘জলঘড়ি’ ছবিটি ইতালির ফিওরেন্সা সেররা ফিল্ম ফেস্টিভ্যাল, যুক্তরাষ্ট্রের মন্টেগোমারি ফিল্ম ফেস্টিভ্যাল, ইংল্যান্ডের লিফট অফ, নিউইয়র্কের বি বপ কনটেন্ট উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন হিসেবে নির্বাচিত হয়।

আসাদ জামানের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ‘জলঘড়ি’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দীপান্বিতা মার্টিন, সেলিম আহমেদ, হাসনাত রিপন, ইভান সাইর, জয়িতা মহলানবিশ, শাহজাহান সৌরভ, রিমন সরকার, হুমায়ুন সম্রাট, ইকতারুল ইসলাম, নূর ইসলাম, স্বপন আহমেদ, রুশো শেখ, নুসরাত জাহান খান নিপা, সোয়েব মনিরসহ আরও অনেকে।

‘জলঘড়ি’ ছবির চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রং বিন্যাসে সাইফ রাসেল, আবহ সংগীত রাজেশ সাহা, সংগীত পরিচালনা করেছেন অর্পণ, সর্বনাম, প্রিন্স, অভ্রদীপ্ত।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস, মাইন্ড টিউনের ব্যানারে ছবিটি যৌথভাবে নির্মিত হয়েছে। জানা গেছে, ২৪ ডিসেম্বর বৃক্ষ ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে আসাদ জামানের স্বাধীন চলচ্চিত্র ‘জলঘড়ি'।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :