নোয়াখালীতে জালে আটকা পড়ল অজগর

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইসম
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৭:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালে ৪০ কেজি ওজনের প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডে মাছুয়াদোনা খালের বিন্তি জালে এ অজগরটি আটকা পড়ে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের পক্ষ থেকে উপজেলা বন বিভাগ এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগে যোগাযোগ করলে, এটা তাদের দায়িত্ব না বলে একে-অপরের ওপর দায় চাপান। এরই মধ্যে দুপুরে কোনো উপায় না পেয়ে ওই বিন্তি জালের মালিক কামালসহ স্থানীয়রা মৃত এ সাপটি মাটিতে পুঁতে ফেলেন।

প্রকৃতি ও জীব বৈচিত্র বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞরা অভিযোগ করে জানান, উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ফাঁদ বসানোর কোন বৈধতা নেই। আইনের প্রয়োগ না থাকায় এবং স্থানীয় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অবহেলার কারণে বনজ এ প্রাণীটি মারা গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান, বন বিভাগের রেঞ্জার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ডেকে প্রকৃত দায় কোন বিভাগের ওপর তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :