নরসিংদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ‘ধর্ষণ’

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইসম
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৩৮

নরসিংদীর মাধবদীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকালে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর ভাবি মাধবদী থানায় অভিযুক্ত সোলায়মানকে (৩৫) আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত সোলায়মানের বাড়ি মাধবদী থানার কবিরাজপুর গ্রামে। তিনি ওই গ্রামের একটি গরুর খামারের কর্মচারি।

পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইউসুফ আহম্মেদ জানান, এক সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বাড়ির পাশের গরুর খামারের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সোলায়মান। এসময় ওই নারীকে খুঁজতে তার ভাবি গরুর ঘরে যায়। তাকে দেখতে পেয়ে ওই নারীকে ফেলে অভিযুক্ত সোলায়মান পালিয়ে যায়। পরে এ ঘটনায় রাতেই মামলা করেন ভুক্তভোগীর ভাবি। এরপর পুলিশ ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :