গাইবান্ধায় ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক, জরিমানা

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২০, ২০:৫৩

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধা শহরের সদর হাসপাতাল রোডে বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমাণ আদালতে ধরা খেলেন কথিত চিকিৎসক মোরশেদ আলম। তিনি নিজেকে মেডিসিন, চর্ম-যৌন, নবজাতক ও শিশু-কিশোর রোগ অভিজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

মোরশেদ টাঙ্গাইল জেলার একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসক সেজে এই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন এ দণ্ডাদেশ দেন।  

ফয়েজ উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, গাইবান্ধা জেলা হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদানকালে ভুয়া ডা. মো. মোরশেদ আলমকে মেডিকেল আইনের ২৮ ও ২২ ধারা অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অ্যালোপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবেন বলে তার কাছ থেকে অঙ্গীকারও নেয়া হয়।

আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ইনচার্জ মুন্না বিশ্বাস।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/কেএম)