ভালো বোলারদের মোকাবেলা করাটা পছন্দ হৃদয়ের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ২১:২১

ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেন এমন সম্ভাবনাময়ী তরুণ ক্রিকেটারদের মধ্যে তৌহিদ হৃদয় একজন। বয়স ভিত্তিক ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। চলতি বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন।

বিসিবি প্রেসিডেন্টস কাপে তৌহিদ হৃদয় খেলছেন নাজমুল একাদশের হয়ে। আগামীকাল (বৃহস্পতিবার) তামিম একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। এই ম্যাচ সামনে রেখে তৌহিদ হৃদয় বলেছেন, তিনি সবসময় কঠিন বোলারদের সামনে খেলতে পছন্দ করেন। এর ফলে তার আত্মবিশ্বাস বাড়ে। বুধবার মিরপুরে অনুশীলন শেষে এ কথা বলেন হৃদয়।

তৌহিদ হৃদয় বলেন, ‘আমি যেখানেই খেলি না কেন, নিজে থেকে চাই কঠিন বোলারদের মুখোমুখি হতে। সবসময় ভালো মানের বোলারকে মোকাবেলা করতে চাই, কারণ তাদের বিপক্ষে রান করলে অনেক আত্ববিশ্বাস বাড়ে। আর যেহেতু এটা ভালো একটা প্রতিযোগিতা, ভালো একটা লিগ হচ্ছে, সবসময় ফোকাস করব কীভাবে নিজেকে হাইলাইটস করা যায়। কীভাবে আরো ভালো কিছু করা যায়।’

গত মার্চ মাস থেকে বাংলাদেশে ক্রিকেট বন্ধ ছিল। তাই দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে ভালো লাগছে বলে জানান তৌহিদ হৃদয়। শুরুর দিকে নার্ভাস থাকলেও সুযোগ কাজে লাগাতে পেরে খুশি এই ব্যাটসম্যান।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দীর্ঘদিন পর আমরা মাঠে ফিরেছি এবং এরকম একটা বড় টুর্নামেন্ট খেলতে পারছি। একটু নার্ভাস ছিলাম, যেহেতু অনেক দিন পর একটা ভালো সুযোগ এসেছে চেষ্টা করছি কীভাবে কাজে লাগানো যায়। যে পরিকল্পনা নিয়ে নেমেছি সেটা প্রয়োগ করতে পেরে ভালো লাগছে।’

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

এই বিভাগের সব খবর

শিরোনাম :