রাজস্থানকে হারিয়ে আবার শীর্ষে দিল্লি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৯:০৪ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ০৮:৩৩

আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলেও ফের জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস৷ সেই সঙ্গে মুম্বাইকে সরিয়ে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল শ্রেয়াস আয়ারের দল৷ আর এই ম্যাচ হেরে প্লে-অফ থেকে আরও দূরে সরে গেল রাজস্থান রয়্যালস৷ বুধবার দিল্লির বিরুদ্ধে ১৬৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৪৮ রান করে রাজস্থান৷

আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন রাহুল তেওটিয়া ও রিয়ান পরাগ৷ কিন্তু এদিন পরাগের রান-আউট ম্যাচে পার্থক্য গড়ে দিল৷ রবিন উথাপ্পার আর যে ম্যাচ জেতানোর ক্ষমতা নেয়, তা বোঝা যাচ্ছিল৷ ২৭ বলে ৩২ রান করলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতানো উচিত ছিল প্রাক্তন নাইট ব্যাটসম্যানের৷

রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি রাজস্থানের৷ আগের দিনের মতোই এদিন রয়্যালসের হয়ে ইনিংস শুরু করেছিলেন জেস বাটলার ও বেন স্টোকস৷ ৩ ওভারেই ৩৭ রান যোগ করেছিলেন তারা৷ কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করা বাটলারের স্টাম্প ছিটকে দেন নর্টজে৷ ৯ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন৷

এদিনও ব্যর্থ ক্যাপ্টেন স্মিথ৷ টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও শেষ ছয়টি ম্যাচে রয়্যালস অধিনায়কের ব্যাটে রান নেই৷ এদিন মাত্র এক রানে স্মিথকে রবিচন্দ্রন অশ্বিন কট অ্যান্ড বোল্ড করেন৷ তৃতীয় উইকেটে স্টোকস ও সঞ্জু স্যামসন ৪৬ রান যোগ করে রাজস্থানকে ম্যাচে ফিরিয়েছিলেন৷ কিন্তু অক্ষর প্যাটেল স্যামসনকে ডাগ-আউটে ফিরিয়ে দিল্লিকে ম্যাচে ফেরান৷ এক দুরন্ত ডেলিভারিতে স্যামসনকে বোল্ড করেন অক্ষর৷

অশ্বিন, রাবাদা ও নর্টজের দুরন্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন রাজস্থান ব্যাটসম্যানরা৷ শুরুটা করেছিলেন অশ্বিন৷ আর শেষ করেন রাবাদা ও নর্টজে৷ চার ওভারে মাত্র ১৭ রানে একটি উইকেট নেন অশ্বিন৷ আর রাবাদা ৪ ওভারে ২৮ রান খরচ করে একটি উইকেট নেন৷ তবে ৩৩ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন নর্টজে৷

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :