এমবাপ্পের গোলে ক্রোয়েশিয়াকে হারাল ফ্রান্স

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২০, ১০:৫১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০, ১২:১০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উয়েফা নেশন্স লিগের ম্যাচে বুধবার ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে ফ্রান্স। এই জয়ের ফলে গ্রুপ এ-৩ তে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ফরাসিরা। ক্রোয়েশিয়া তিন পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সুইডেন। শীর্ষে আছে পর্তুগাল।

এদিন ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অনুষ্ঠিত ম্যাচটিতে অষ্টম মিনিটে অ্যান্থনি গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচে ৬৪তম মিনিটে সফল হয় তারা। নিকোলা ভ্লাচিকের গোলে ম্যাচে ১-১ সমতা আসে।

তখন শঙ্কা জেগেছিল যে, বিশ্বচ্যাম্পিয়নরা কি ম্যাচটি ড্র করতে যাচ্ছে? চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কারণ, এর আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স। তবে ৭৯তম মিনিটে সব শঙ্কা উড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। গোল করে ফ্রান্সকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। তার গোলের সুবাদেই শেষ হাসি হাসে ফ্রান্স।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ১৬টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয়। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এমবাপ্পে।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এসইউএল)