শেষ বাঁশি বাজার পরে লাল কার্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১১:১৯

উয়েফা নেশন্স লিগের ম্যাচে বুধবার ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ‘হতাশার’ একটি রেকর্ড গড়েছে ইংলিশরা। এই প্রথমবারের মতো একই ম্যাচে দুইজন ফুটবলার লাল কার্ড দেখেছে ইংল্যান্ডের।

এদিন ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন হ্যারি মাগুইরে। আর ম্যাচ তখন শেষ। শেষ বাঁশি বাজিয়েছেন রেফারি। এমন সময় রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেমস। সাথে সাথেই লাল কার্ড দেখান রেফারি।

জেমস লাল কার্ড দেখেছেন তার অভিষেক ম্যাচে। এটিও একটি রেকর্ড। জেমসই ইংল্যান্ডের প্রথম ফুটবলার যিনি তার অভিষেক ম্যাচে লাল কার্ড দেখলেন।

৩৫তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। এই হারের কারণে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড। গ্রুপ এ-২ তে চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭। সমান ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেলজিয়াম। আর শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আইসল্যান্ড।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :