এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২০, ১১:২১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০, ১১:২৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ভোটের সময় আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি করা হয়।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম বৃহস্পতিবার সকাল ১০টায় চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা নির্বাচনের সময় এমপি নিক্সন নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাকে গালাগাল করেন বলে অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন ফরিদপুর-৪ আসনের তরুণ এই সাংসদ।

সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী অভিযোগ করেন, তার বক্তব্য সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ কাজের জন্য তিনি তার শত্রুপক্ষকে অভিযুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনালাপের কথা তুলে ধরে সেদিন জনপ্রিয় এই সংসদ সদস্য বলেন, ‘ওই ভয়েসটাই (কণ্ঠস্বর) আমার না। এটি সুপার এডিট করা হয়েছে। এমনকি এটা কেটে কেটে বিভিন্ন জায়গা থেকে এনে এডিট করা হয়েছে। শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।’

ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এমআর