টস হেরে ব্যাট করছে তামিম একাদশ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২০, ১৩:৪৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০, ১৫:৩০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিসিবি প্রেসিডেন্টস কাপে বৃহস্পতিবার নাজমুল একাদশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে তামিম একাদশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমদের সংগ্রহ ২৬.৪ ওভারে ৪ উইকেটে ৯৭ রান। ব্যক্তিগত ৮ রানে আল-আমিন হোসেনের শিকার হয়ে ফিরে গেছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে হারায় নাজমুল একাদশ। আর তামিমরা তাদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহদের কাছে ৫ উইকেটে হারে। পয়েন্ট টেবিলে এখন শীর্ষে শান্তর দল। তামিমরা সবার নিচে। দুই নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে বাংলাদেশে বন্ধ ছিল ক্রিকেট। এই প্রেসিডেন্টস কাপের ম্যাচ দিয়ে মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। এই টুর্নামেন্টে একটি দল অন্য দলের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এসইউএল)