‘ইউটিউব চ্যানেল আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ২০:০০
ছবি: সংগৃহীত

ইউটিউব চ্যানেল ও আইপি টিভিগুলো সংবাদ পরিবেশন করতে পারবে না জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, ‘আইপি টিভির ক্ষেত্রে শুধু বিনোদন কনটেন্ট প্রচারের অনুমতি দেওয়া হবে, সংবাদ নয়।’

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক ইউটিউব চ্যানেল ও আইপি টিভি রয়েছে যেগুলো বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি খবরও প্রচার করে থাকে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেগুলো আর খবর প্রচার করতে পারবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক ইউটিউব চ্যানেল বা আইপি টিভি আছে, সেগুলোকে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছি। তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে আমরা নিবন্ধনের কাজ শুরু করব।’

তথ্যমন্ত্রী জানান, অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে অনেকগুলোর নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো সহসা দেওয়া হবে। তবে যেহেতু কয়েক হাজার অনলাইন ফলে নিবন্ধন প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। তবে চলতি বছরের মধ্যে নিবন্ধন শেষ করতে পারবেন বলে আশাবাদী তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দেওয়ার পরই আমরা নিবন্ধন দিতে পারছি। তার আগে দিতে পারছি না। সে কারণে আমাদের একটু সময় লাগছে।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এনআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :